হসপিটালে পৌঁছতে না পেরে বাড়িতে জন্মালো শিশু। বেহাল রাস্তা।




হাসপাটালে পৌঁছতে না পেরে বাড়িতে জন্মালো শিশু। বেহাল রাস্তা। খাটিয়া করে প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি হলো না। বাড়িতেই জন্মালো শিশু। সত্য যত শিশু ও মাকে অবশেষে ভর্তি করা হলো হাসপাতালে। মালদহের হবিবপুর ব্লকের আদিবাসী অধ্যুষিতো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পেট্রলগড় এলাকার ঘটনা ।

উল্লেখ্য কিছুদিন আগেই এই এলাকার একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।সেখানে দেখা গিয়েছিল এক অসুস্থ বৃদ্ধা মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছিল খাটিয়ায় করে হাসপাতালে। অসুস্থ বৃদ্ধা মহিলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। আবারো ওই এলাকার বাসিন্দা সঞ্জীব সোরেন স্ত্রী অনিতা হাসদা, প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হতে যাচ্ছিল। এম্বুলেন্স বর্ডার রোড পর্যন্ত আসলেও রাস্তা খারাপ থাকায় এম্বুলেন্স ঢোকানো সম্ভব হয়নি গ্রামে। সদ্যজাত শিশু ও তার মাকে, এই পরিস্থিতিতে খাটিয়া করে কোন রকমে ওই রোগীকে আনা হয় বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে।বর্তমানে সেখানে রয়েছে শিশু ও তার মা।হসপিটাল সূত্রে জানা গিয়েছে অনিতা হাসদার পুত্র সন্তান হয়েছে। 

এই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম।অবশেষে গ্রামবাসী শুক্রবার আবার লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে রাস্তার দাবিতে অভিযোগ জমা করেন।এই নিয়ে শুরু হয়েছে শাসকদল ও বিরোধীদের রাজনৈতিক চর্চা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url