পুকুর থেকে উদ্ধার বৃ*দ্ধে*র দে*হ, ববরপুর গ্রামে শোকের ছায়া

 পুকুর থেকে উদ্ধার বৃ*দ্ধে*র দে*হ, ববরপুর গ্রামে শোকের ছায়া



বড়ঞা, মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার ব*বরপুর গ্রামে পুকুরের মধ্যে এক বৃদ্ধের দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম শের মোহাম্মদ শেখ (৭১)। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় চিকিৎসার অভাবে ভুগছিলেন। এই ঘটনায় গোটা ববরপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শের মোহাম্মদ শেখ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর স্ত্রী, এরেদা বিবি, অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনও রকমে স্বামীর মুখে খাবার তুলে দিতেন। টাকার অভাবে তাঁর চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। দুদিন ধরে নিখোঁজ ছিলেন শের মোহাম্মদ। তাঁর ছোট ভাই ইলিয়াস শেখ বড়ঞা থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছিলেন।

আজ সকালে গ্রামেরই কিছু মানুষ বাড়ির পেছনের একটি পুকুরে একটি দেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে শের মোহাম্মদ শেখের দেহ শনাক্ত করেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বড়ঞা থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

গ্রামবাসী ধোলু শেখ জানান, শের মোহাম্মদ শেখের পরিবার খুবই দরিদ্র। তাঁর স্ত্রী ছাড়া উপার্জন করার মতো আর কেউ নেই। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে তবে এই বিষয়ে বড়ঞা থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url