জঙ্গিপুর মহকুমা হাসপাতালে না*র্স*দের দু*র্ব্যব*হা*রের অভিযোগে উ*ত্তে*জ*না ছরালো হাসপাতাল চত্বরে

 


জঙ্গিপুর মহকুমা হাসপাতালে না*র্স*দের দু*র্ব্যব*হা*রের অভিযোগে উ*ত্তে*জ*না ছরালো হাসপাতাল চত্বরে


জঙ্গিপুর, ১৮ সেপ্টেম্বরঃ

বৃহস্পতিবার সকালে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় নার্সদের দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে। জানা গিয়েছে, কনিকা মন্ডল নামে এক প্রসূতি মহিলা রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকেই রোগীর পরিবারের সঙ্গে অশোভন আচরণ করেন কর্তব্যরত নার্সরা।


রোগীর পরিবারের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও দীর্ঘ সময় ধরে কোনো চিকিৎসককে দেখতে পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এই বিষয়ে হাসপাতাল সুপারের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে স্থানীয়দের অভিযোগ, এর আগেও যুব কংগ্রেসের পক্ষ থেকে নার্সদের দুর্ব্যবহার বন্ধ করতে সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছিল। তবুও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।


প্রসঙ্গত, সম্প্রতি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালের নার্সদের দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল হয়েছে। ফলে হাসপাতাল পরিষেবা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়ছে।


এ বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন বলেন নার্সদের দুর্ব্যবহার নিয়ে বারংবার সুপারকে বলার শর্তেও পরিবর্তন হয়নি বিষয়টি খতিয়ে দেখব। এই বিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা হাসপাতালের দুর্দশার চিত্র সত্য তুলে ধরুন আমরা তার ব্যবস্থা নেব।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url