ট্রাকের ধা*ক্কা*য় দুটি দোকান সম্পূর্ণ গুঁড়িয়ে যায় এবং দর্জি গুরুতর আ*হ*ত হন
ট্রাকের ধা*ক্কা*য় দুটি দোকান সম্পূর্ণ গুঁড়িয়ে যায় এবং দর্জি গুরুতর আ*হ*ত হন
সাবের আলি বড়ঞা:মুর্শিদাবাদ জেলার বড়ঞা ও খড়গ্রাম, থানার এলাকায় বাদশাহী সড়ক যেন ক্রমশ মরণফাঁদে পরিণত হচ্ছে। রাস্তা মাঝ খানে কিছু কিছু জায়গায় খানাখন্দের কারণেই ফের পরপর দু'টি ভয়াবহ দুর্ঘটনা ঘটলো। একটিতে ট্রাকের ধাক্কায় দুটি দোকান সম্পূর্ণ গুঁড়িয়ে যায় এবং দর্জি গুরুতর আহত হন। অন্যটিতে লোহার রডবোঝাই ট্রাক খাদে নামায় মৃত্যু হয়েছে এক খালাসীর। এই পরপর দুর্ঘটনায় এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ট্রাকের ধাক্কায় দোকান গুঁড়িয়ে দর্জি গুরুতর আহত
আজ সাত সকালে ঘটনাটি ঘটে খড়গ্রাম ও কুলি চৌরাস্তা বাদশাহী সড়কের ওপর বড়ঞা থানার কাপাসডাঙ্গা মোড়ে। একটি ষোল চাকা পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সাধন সাহা নামে এক দোকানদারের দোকানে ধাক্কা মারে। সেই দোকানটি সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়ে ট্রাকটি পাশের দর্জি মেঘনাথ সাহার দোকানে গিয়ে ধাক্কা মারে।
দুর্ঘটনার সময় মেঘনাথ সাহা দোকানে বসে পূজার কাপড় সেলাইয়ের কাজ করছিলেন। আচমকা ট্রাকের ধাক্কায় দোকানের দেওয়াল ও ছাদ ভেঙে তাঁর ওপর পড়লে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দা এবং বড়ঞা থানার পুলিশ দ্রুত মেঘনাথ সাহাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত দোকানদার সাধন সাহা জানান, ১৬ চাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর দোকান সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়ে পাশের দোকানে ধাক্কা মারে, যার ফলে তাঁর অনেক টাকার ক্ষতি হয়েছে। তিনি মনে করছেন, বাদশাহী সড়কের মাঝে মাঝে থাকা বড় বড় খানাখন্দই এই দুর্ঘটনার মূল কারণ। বড়ঞা থানার পুলিশ দ্রুত ঘাতক ট্রাকটিকে সরিয়ে যানজটমুক্ত করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, খড়গ্রাম থানার শেরপুর সাউপাড়া এলাকায় বাদশাহী সড়কে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেখানেও একটি ষোল চাকা লোহার রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে নেমে যায়।
দুর্ঘটনার তীব্রতায় ট্রাকের ওপর বোঝাই করা লোহার রডগুলি সজোরে চালক ও খালাসীর আসনে এসে ধাক্কা মারে। এই মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থলেই খালাসীর মৃত্যু হয়। চালক গুরুতর আহত হন। স্থানীয় মানুষজন ও খড়গ্রাম থানার পুলিশ আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে।
বাদশাহী সড়কে পর পর এই দুটি মারাত্মক দুর্ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে প্রবল উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দ্রুত রাস্তা মাঝে গর্তগুলি সংস্কার না হলে এমন দুর্ঘটনা চলতেই থাকবে। খড়গ্রাম থানার পুলিশও এই ঘটনার তদন্ত শুরু করেছে।