হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া প্রায় 40 টি মোবাইল উদ্ধার

 সামশেরগঞ্জ থানার বিরাট সাফল্য। উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া প্রায় 40 টি মোবাইল ।



শুক্রবার সকালে সামশেরগঞ্জ থানা চত্বরে হারিয়ে যাওয়া মোবাইল গুলো মোবাইল প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিলেন সামশেরগঞ্জ থানার পুলিশ। মোবাইল পাওয়ার পর মালিকরা সামশেরগঞ্জ থানাকে অসংখ্য ধন্যবাদ জানাই। 

আমরা দেখেছি মাস খানেক আগে সামশেরগঞ্জ থানার তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল গুলো উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছিল। মাস যেতে না যেতেই আবারো 40 টি মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়ায় প্রকৃত মোবাইল মালিকের মুখে হাসি ফিরল । এই যে সামশেরগঞ্জ থানার আই সি সুব্রত ঘোষ ইনচার্জ হওয়ার পর থেকেই একের পর এক বড় সাফল্য পেয়ে চলেছে সামশেরগঞ্জ থানা। অগ্নেওঅস্ত্র, বোমা,জাল/নকল টাকা থেকে নিয়ে গাঁজা ইত্যাদি উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। সামশেরগঞ্জ থানার একের পর এক সাফল্যে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url