চকসাপুরে বাম্পারের ব*লি* তরতাজা যু*ব*ক, স্তব্ধ সামশেরগঞ্জ

 চকসাপুরে বাম্পারের ব*লি* তরতাজা যু*ব*ক, স্তব্ধ সামশেরগঞ্জ



সামশেরগঞ্জে ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল এক তরতাজা প্রাণ। বুধবার সন্ধ্যায় চকসাপুর পাইকরতলায় বেপরোয়া বাম্পারের বলি হলেন এক লাদেন ভ্যান চালক যুবক। মৃতের নাম মোশারফ হোসেন (২৪), বাড়ি বাসুদেবপুরের জ্বালাদিপুর পিলকি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় খালি গাড়ি নিয়ে চাঁদপুর থেকে চকসাপুরের দিকে যাচ্ছিলেন। পথে পাইকরতলা এলাকায় একের পর এক উঁচু বাম্পারের কারণে গাড়ির ভারসাম্য হারিয়ে উল্টে যায় লাদেন ভ্যানটি। মুহূর্তের মধ্যে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লাগে গাড়িটি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মোশারফ।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সামশেরগঞ্জ থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।


পরিবার সূত্রে জানা যায়, মাত্র চার মাস আগেই বিয়ে হয়েছিল মোশারফের। নববধূর সঙ্গ ছেড়ে অকালে ঝরে গেল তরতাজা প্রাণ—শোকে স্তব্ধ গোটা পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী ও আত্মীয়স্বজনরা।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চকসাপুর পাইকরতলা রোডে অযথা উঁচু বাম্পার বসানো হয়েছে, যা একের পর এক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই কয়েকজন এই বিপজ্জনক বাম্পারের শিকার হয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী।


মানবিক আবেদন:

“একটা বাম্পার যেন আর কোনো প্রাণ না কেড়ে নেয়”—এই স্লোগানেই আজ গুঞ্জরিত গোটা চকসাপুর।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url