কৃষ্ণ মন্ডল নামক ব্যাক্তির বিরুদ্ধে আভিযোগ পেয়ে দেহ ব্যবসার গোমোর ফাঁস করতে গিয়ে তুলসীবাড়ি গঙ্গাঘাট এলাকায়। আক্রান্ত সাংবাদিক **

 রঘুনাথগঞ্জে বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, রক্তাক্ত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি



কৃষ্ণ মন্ডল নামক ব্যাক্তির বিরুদ্ধে আভিযোগ পেয়ে দেহ ব্যবসার গোমোর ফাঁস করতে গিয়ে তুলসীবাড়ি গঙ্গাঘাট এলাকায়। আক্রান্ত সাংবাদিক 

**

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক সাংবাদিকের উপর নৃশংস হামলার অভিযোগ উঠল। বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম হন লাল্টু দাস নামে ওই সাংবাদিক। রক্তাক্ত অবস্থায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।


ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার তুলসীবাড়ি গঙ্গাঘাট সংলগ্ন এলাকায়। আক্রান্ত সাংবাদিক লাল্টু দাসের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে সূত্র মারফত খবর পাচ্ছিলেন যে, কৃষ্ণ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে দেহ ব্যবসার কারবার চলছে। এলাকার বাসিন্দারা এই ঘটনায় অতিষ্ঠ হয়ে তাঁকে বিষয়টি জানান।


আহত অবস্থায় হাসপাতাল থেকে লাল্টু দাস জানান, "এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে ধরে এবং এখানে কেন এসেছি তা নিয়ে প্রশ্ন করতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই তারা ভারী বস্থু দিয়ে আমার উপর হামলা চালায়, যার ফলে আমার নাক এবং মুখ ফেটে যায়।"


তাঁর দাবি, ঘটনার পর তাঁকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান যে, এই বিষয়টি নিয়ে তিনি আগেই রঘুনাথগঞ্জ থানাকে অবগত করেছিলেন। হামলার পরেও পুলিশ তাঁর পরিস্থিতি দেখেছে এবং তাঁকে হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।


লাল্টু দাস বলেন, "একজন সাংবাদিক হিসেবে আমার যা কর্তব্য, আমি তাই করতে গিয়েছিলাম। আমি চাই প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং ওই এলাকায় যে অবৈধ কারবার চলছে তা অবিলম্বে বন্ধ করা হোক।"


এই ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জের সাংবাদিক ও নাগরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই ধরনের হামলা বাকস্বাধীনতার উপর আক্রমণ বলেই মনে করছেন অনেকে। প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার । যদিও প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনা কি করে ঘটলো পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url