অনলাইন গেমে জুয়া খেলে ধারদেনায় জর্জরিত হয়ে মানসিক অবসাদে গ*লা*য় *দ*ড়ি* দিয়ে আ*ত্ম*হ*ত্যা* করলেন এক যুবক।
মালদা, অনলাইন গেমে জুয়া খেলে ধারদেনায় জর্জরিত হয়ে মানসিক অবসাদে গ*লা*য় *দ*ড়ি* দিয়ে আ*ত্ম*হ*ত্যা* করলেন এক যুবক।
শনিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হল মালদার কালিয়াচক থানার সিলামপুর-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাহাদুর এলাকায়। জানা গেছে, আত্মঘাতী যুবকের। নাম মহম্মদ মনিরুজ্জামান। বয়স ২৭ বছর। পরিবারে স্ত্রী সহ চার বছরের এক নাবালক ছেলে রয়েছে। পরিবার সূত্রে খবর, পেশায় দিন মজুর মণিরুজ্জামান গত মাস ধরে অনলাইন গেমে জুয়া খেলায় প্রচন্ড আসক্ত হয়ে পড়েছিলেন। অনলাইনে জুয়া খেলা প্রচুর ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন। এমনকি অনলাইনেও তিনি অনেক টাকা ঋণ নিয়েছিলেন বলে খবর। তাই পাওনাদাররা ঋণের টাকা পরিশোধের জন্য তার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিলেন। সেই চাপ সহ্য করতে না পেরে শনিবার দুপুর নাগাদ মানসিক অবসাদে মণিরুজ্জামান বাড়িতেই ঘরের মধ্যে ফ্যানের সিলিং-এর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে খবর। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে কালিয়াচক পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
