ইলেকট্রিক শর্ট লেগে মৃ*ত্যু হয় এক ব্যাক্তির

 


এই মহুর্তে মুর্শিদাবাদ জেলার নবগ্রামে ইলেকট্রিক শর্ট লেগে মৃ*ত্যু হয় এক ব্যাক্তির, যার বয়স জানা যায় প্রায় ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।

জানা যায় সোমবার পাঁচগ্রাম অঞ্চলের খরিকাডাঙ্গায় ভোরের দিকে ইলেকট্রিক শর্টটি লাগে আওরোজ সেখ নামে এক ব্যক্তিকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ।অপরদিকে স্থানীয় লোকজনেদের কাছ থেকে জানা যায় ব্যক্তিটি মারা যায়। এরপর ওই মৃতদেহ টি উদ্ধার করে নবগ্রাম থানার মর্গে নিয়ে আসা হয়। মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোও হয়।এতে খরিকাডাঙ্গায় এলাকা বাসীদের মধ্যে কিছুটা হলেও চাঞ্চল্য লক্ষ করা যায়।সেইসঙ্গে আওরোজ সেখের মৃত্যুতে এলাকা জুড়ে এবং পরিবার জুড়ে নেমে আসে শোকের ছায়া।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url