সালারে ১৪ বছরের না*বা*লি*কা*কে গ*ণ*ধ*র্ষ*ণ অভিযোগ
সালারে ১৪ বছরের না*বা*লি*কা*কে গ*ণ*ধ*র্ষ*ণ অভিযোগ
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা সালার এলাকায়
জানা যায় সোমবার রাত্রি আনুমানিক আটটা নাগাদ গ্রিনপ্লেস হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে একজন ১৪ বছরের নাবালিকা তার বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল,ঠিক সেই সময়ই সালার কাটোয়া রাজ্য সড়ক সালার কেনেলপাড় এলাকায় ৫ জন দুষ্কৃতী তাদের আটক করে তারপর দুষ্কৃতীরা তাদের মারধর করায় ওই নাবালিকার বন্ধু সেখান থেকে পালাতে সক্ষম হয় তারপর ওই নাবালিকাকে পাঁচজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ
ঘটনার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়েছে সালার থানার পুলিশ,।
রাতারাতি অভিযান চালিয়ে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও তিনজন পলাতকের খোঁজে চলছে তল্লাশি।
সালার থানার ওসি তুষার মজুমদার জানিয়েছেন—
‘এই ঘটনার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না, আইনের চোখে সবাই সমান।’
পুলিশের এই দ্রুত ও কার্যকরী ভূমিকা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে।
