সিলিন্ডার বোঝাই ট্রাকে ভ*য়া*ব*হ অগ্নিকাণ্ড, পরপর বি*স্ফো*র*ণে পুড়ল ৭টি গাড়ি
সিলিন্ডার বোঝাই ট্রাকে ভ*য়া*ব*হ অগ্নিকাণ্ড, পরপর বি*স্ফো*র*ণে পুড়ল ৭টি গাড়ি
প্রায় ১০ কিলোমিটার দূর থেকে দেখা গিয়েছে আগুনের লেলিহান শিখা।শেষরাতে ভয়াবহ দুর্ঘটনা জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কে। মঙ্গলবার রাতে এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হল সানওয়াড়া এলাকায়। পর পর বিস্ফোরণের জেরে জাতীয় সড়কে ৭টি গাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। প্রায় ১০ কিলোমিটার দূর থেকে দেখা গিয়েছে আগুনের লেলিহান শিখা।পুলিশের তরফে জানা গিয়েছে, জাতীয় সড়কের উপর সিলিন্ডার বোঝাই ওই ট্রাকটি ভুল জায়গায় পার্ক করে তার চালক রাস্তার পাশের একটি দোকানে খেতে গিয়েছিলেন। সেই সময় পিছন থেকে একটি ট্রাক তাতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে আগুন ধরে যায় ট্রাকটিতে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। ট্রাকে সিলিন্ডার থাকার জেরে পরপর বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় আশেপাশের ৭টি গাড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বিভাগ। বন্ধ করে দেওয়া হয় হাইওয়ে। জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডের জেরে ট্রাকের চালক-সহ ৩ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপমুখ্যমন্ত্রী প্রেম চাঁদ বৈরওয়া। তিনি জানান, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক পলাতক। তাঁর খোঁজ শুরু হয়েছে।’ উল্লেখ্য, এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা না ঘটলেও পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে মনে করছেন অনেকেই। ১০ মাস আগে এই অঞ্চলে এমনই এক ভয়ংকর ঘটনা ঘটেছিল। সেবার এই হাইওয়েতে একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৯ জনের।
