স্ত্রী ও পুত্রকে করাত দিয়ে গ*লা *কে#/*টে* খু*ন *করে নিজে আ*ত্ম*হ*ত্যা করলেন স্বামী।
স্ত্রী ও পুত্রকে করাত দিয়ে গ*লা *কে#/*টে* খু*ন *করে নিজে আ*ত্ম*হ*ত্যা করলেন স্বামী।
পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও ছেলের গালা কেটে আত্মহত্যা করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার আণ্ডিরন হালদার পাড়ায়।
পরিন্বার সুত্রে জানাযায় নিহতদের নাম সঞ্জিত হালদার ৪০, মৌসুমী হালদার ২৮, রায়হান হালদার (৭)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে এই ঘটনা ঘটিয়েছে। সঞ্জিত হালদার তার নিজের ঘরে স্ত্রী ও ছেলেকে করাত দিয়ে গলা কেটে হত্যা করে। তারপর নিজে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
সঞ্জিত হালদারের মা জানান, আজ সকালে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় জানালে দিয়ে দেখতে পায় তার ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি প্রতিবেশীদের ডাকলে প্রতিবেশীরা দরজা খুলে দেখে স্ত্রী ও নাতির গলা কাটা নিথর দেহ পড়ে রয়েছে। তারপর বেলডাঙা থানায় খবর দিলে বেলডাঙা থানার পুলিশ দেহগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে সঞ্জিত হালদারের মা জানিয়েছেন সঞ্জিত হালদারের স্ত্রীর কারণে এমন ঘটনা ঘটিয়েছে। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সুত্রে জানাযায়, প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও ছেলের গালা কেটে আত্মহত্যা করেন স্বামী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার মধ্যে অন্য কোন কারণ জড়িয়ে আছে কিনা তার তদন্ত করছে বেলডাঙা থানার পুলিশ।
