ধান খেতে পরিত্যক্ত অবস্থায় এক ব্যাক্তির মৃ*ত দে*হ* উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নলহাটি এলাকায়।
*ধান খেতে পরিত্যক্ত অবস্থায় এক ব্যাক্তির মৃ*ত দে*হ* উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নলহাটি এলাকায়।*
ঘটনাটি ঘটেছে নলহাটি ১ নং ব্লকের সর্ধা এলাকার অনন্তপুর খিদিরপুর মাঠের মধ্যস্থলে। পুলিশ জানিয়েছে ৪০ বছর বয়সী মৃতের নাম সমীর ভূইমালি। বাড়ি মাড়গ্রাম থানার বেলুন গ্রামে।বৃস্পতিবারের দিন বেলা বারোটা নাগাদ এলাকা স্থানীয়রা মাঠে ঘাস কাটতে গিয়ে সরধা এলাকায় ধানের কৃষি জমিতে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মৃত দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা নলহাটি থানায় খবর দিলে পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ইতি মধ্যে নলহাটি থানার পুলিশ মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছেন। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে মৃত দেহটি উদ্ধারের সময় মৃতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ফাঁকা মাঠে কি কারণে মৃত দেহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলো। তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে নাকি মদ্যপ অবস্থায় মারা গিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নলহাটি থানার পুলিশ ইতি মধ্যেই মৃত দেহটি ঘটনা স্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।