টোটোর সঙ্গে বাইকের মু*খো*মুখি সং*ঘ*র্ষে আ*হ*ত চারজন, আ*শঙ্কা*জ*নক অবস্থায় দুইজন।

 


গ্রামীণ রাস্তায় বেপরোয়া গতিতে বাইকের দাপাদাপি,নিয়াল্লিশপাড়ায় টোটোর সঙ্গে বাইকের মু*খো*মুখি সং*ঘ*র্ষে আ*হ*ত চারজন, আ*শঙ্কা*জ*নক অবস্থায় দুইজন।


জানা গেছে বহরমপুরের নিয়াল্লিশপাড়া অঞ্চলের খিলিপাড়া এলাকায় শুক্রবার পৌনে এগারোটা নাগাদ বাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ।


স্থানীয় সূত্রে জানা গেছে,স্থানীয় তিন যুবক বাইকে করে নিয়ালল্লিশপাড়ার দিকে যাচ্ছিল ওপর দিক থেকে একটি প্যাসেঞ্জার ভর্তি টোটো আসছিল। ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছে এক বাইক আরোহী ও টোটো চালক। অন্যদিকে আরো দুজন বাইক আরোহীও আহত হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতায় তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে। 


স্থানীয়দের অভিযোগ গ্রামীণ রাস্তাতেও চলছে বেপরোয়া বাইকের দাপাদাপি। ফলে ঘটছে দুর্ঘটনাও। বেপরোয়া বাইকের ফলে নাজেহাল সাধারণ মানুষ। অবিলম্বে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করুক, দাবি স্থানীয়দের।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url