সালারে দুঃসাহসিক চুরি! শোরুম ভেঙে ৫০ লক্ষ টাকার মোবাইল উধাও



মুর্শিদাবাদ জেলার সালার থানার শিরিষতলা এলাকায় ঘটল এক দুঃসাহসিক চুরির ঘটনা। রাতের অন্ধকারে মোবাইল প্লানেট নামের একটি মোবাইল শোরুম থেকে আনুমানিক ৪০ থেকে ৫০ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি করে চোরেরা পালিয়ে যায়।

বুধবার সকালে দোকান খুলতে এসে স্টাফদের চোখে পড়ে ভয়ংকর দৃশ্য। দোকানের পেছনের দেওয়ালে বড়সড় একটি গর্ত করে ভিতরে ঢুকেছে দুষ্কৃতীরা। ভেতরের বেশিরভাগ মোবাইল ফাঁকা—চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাক্সপত্র ও ভাঙচুরের চিহ্ন। দেখে বোঝা যায়, পরিকল্পনা করে রাতেই পুরো অপারেশনটি সারে চোরেরা।

ঘটনার পর শোরুম মালিক সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সম্ভাব্য পালানোর রাস্তা ও সন্দেহজনক ব্যক্তিদের খোঁজ চলছে।

স্থানীয়রা জানিয়েছেন—সালার কাটোয়া রাজ্য সড়কের এমন ব্যস্ত ও গুরুত্বপূর্ণ জায়গায় এত বড়সড় চুরি সাম্প্রতিক স্মৃতিতে বিরল। এলাকায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক।a

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url