স্ত্রীকে খু*ন করে কা*টা মাথা নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি, যাবজ্জীবন কারাবাস স্বামীর
স্ত্রীকে খু*ন করে কা*টা মাথা নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি, যাবজ্জীবন কারাবাস স্বামীর
স্ত্রীর কাটা মুণ্ড নিয়ে ভরা বাজারে ঘুরছে স্বামী। বীরদর্পে বসছে একটা বেঞ্চের উপর। বাজারের সন্ত্রস্ত মানুষকে ভয় দেখাতে চলছে কাটারি নিয়ে আস্ফালন।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-তে এহেন অচিন্ত্যনীয় ঘটনাবলির সাক্ষী ছিল মেদিনীপুর জেলার পটাশপুর থানার চিস্তিপুর গ্রাম। যে গ্রামের বাসিন্দা গৌতম গুছাইত প্রতিনিয়ত পাশবিক শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত স্ত্রীর উপর। এবং অতঃপর একদিন ক্রোধান্ধ হয়ে কাটারি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন। তারপর স্ত্রীর কাটা মাথা নিয়ে বাজার-পরিক্রমা!
এলাকার মানুষ আতঙ্কে তৎক্ষণাৎ স্থানীয় পুলিশকে খবর দিয়েছিলেন। পুলিশ এসে গ্রেফতার করে গৌতমকে। শুরু হয় মামলা।
তদন্তের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর সমীর পাণ্ডে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে যথোপযুক্ত চার্জশীট দাখিল করেন।
মামলার রায় বেরিয়েছে সদ্য। শাস্তি? যাবজ্জীবন কারাদণ্ড।
