ইসলামিক স্টাডিজে প্রথম শুভম যাদব




জয়পুর, ১৭ নভেম্বর- অতীতের রেকর্ড ভেঙে ইসলামিক স্টাডিজের প্রবেশিকা পরীক্ষায় এবার প্রথম হলেন শুভম যাদব।

সেন্ট্রাল ইউনিভার্সিটি অব কাশ্মীর'-এ পড়তে যাচ্ছেন রাজস্থানের শুভম। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মুসলিম নন, এমন কেউ এই প্রথম শীর্ষ স্থানাধিকারী হলেন প্রবেশিকা পরীক্ষায়। 


✅ শুভমের কথায়, পারস্পরিক ধর্ম নিয়ে শিক্ষা প্রয়োজন। অক্টোবরের ২৯ তারিখ সেই পরীক্ষার ফল বেরিয়েছে। মঙ্গলবার এই খবর জানা গিয়েছে।


স্নাতকোত্তর পর্যায়ে কাশ্মীরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ পড়তে গেলে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। দেশের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা পরীক্ষায় অংশ নিতে পারেন। তেমনই পরীক্ষায় বসেন শুভমও। 


২০১৫ সালে 'ইসলামিক স্টাডিজ সেন্টার' তৈরি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


✅✅ শুভম বলেন, "ইসলাম ধর্ম নিয়ে অনেক বিভ্রান্তিমূলক ধারণা তৈরি করা হয়। সমাজে বিভাজন এখন আরও বেড়ে চলেছে। এই সময়ে দাঁড়িয়ে একে অপরের ধর্মকে বোঝা খুবই প্রয়োজন।" দু'বছরের জন্য কাশ্মীরে যাচ্ছেন শুভম, ইসলামিক স্টাডিজ পড়তে।


আলোয়ারের বাসিন্দা ২১ বছরের শুভম দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দর্শন নিয়ে স্নাতক হয়েছেন।


-পিটিআই

Previous Post
No Comment
Add Comment
comment url