গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চলকা পরিস্থিতি জঙ্গিপুরে

 



সকাল সকাল রঘুনাথগঞ্জ দু'নম্বর ব্লকের অন্তর্গত লক্ষ্মী জেলায় এক গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চলকা পরিস্থিতি তৈরি হয়। 

আজ সকাল আটটা নাগাদ জানতে পারা যায় তাজমিরা বিবি (22) নামে এক গৃহবধূ  আত্মহত্যা করে মারা গেছে। কিন্ত ঘটনার তদন্ত সরুপ জানতে পারা যায় সে মারা যায়নি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে পরিবার শুত্রে দাবি। গত ১০ দিন আগে বিয়ে হয়েছিল তার পাশের গ্রাম লক্ষিজোলা অঞ্চলের ইছাখালি গ্রামের রফিকুল ইসলাম সঙ্গে । এই ঘটনা নিয়ে মেয়ের বাবার বক্তব্য গত দুদিন আগেও আমাদের বাড়ি গিয়েছিল, কিন্ত কোন কিছু বুঝতে পারছি না কি কারণে এমন ঘটনা ঘটালো।  তাদের দাবি আমাদের মেয়েকে তাদের পরিবার মিলে যথারীতি ভাবে মেরে ঝুলিয়েছে তাই এই খুনের উপযুক্ত বিচার যাতে পাই সেই দাবি করছি পুলিশের কাছে। ঘটনা স্থলে পুলিশ তড়িঘড়ি গিয়ে লাশ কে জঙ্গিপুর হাসপতালে পোস্ট মরটেম এর জন্য নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url