ভাঙো মসজিদ ভাঙো মন্দির /মোহাম্মদ সাদউদ্দিন
ভাঙো মসজিদ ভাঙো মন্দির /মোহাম্মদ সাদউদ্দিন
----------------------------------------------------------------
আমাদের অযোধ্যায় বাবরি ভেঙে আজ রামমন্দির
আমাদের সম্ভল আছে , স্বর উঠে , ভাঙো মসজিদ ভাঙো
আমাদের দক্ষিণ ভারত আছে , আওয়াজ উঠে
ভাঙো গীর্জা ভাঙো
আমাদের মনিপুর জ্বলছে জাতি দাঙ্গায়
আমাদের ইতিহাসের পাতায় লিপিবদ্ধ
নেলি-গুজরাট-সুরাট-ভাগলপুর-মুম্বাই-মজফফরনগর।
আমাদের চট্টগ্রাম আছে বলে ভাঙো মন্দির ভাঙো
আমাদের রামু আছে ঐসব দূর্বৃত্তরা
ঢুকে যায় বৌদ্ধ মন্দিরে
আমাদের সিলেট রয়েছে
ঢুকে যায় ওরা হিন্দু মহল্লায়
চারিদিকে শুধু ভাঙো ভাঙো শব্দ
ভাঙো মসজিদ ভাঙো মন্দির ভাঙো গীর্জা
আমাদের রাজনীতির অধম মেরুকরণ।
কলকাতা,৩০.১১.২০২৪