রঘুনাথগঞ্জ 1 নং ব্লক কংগ্রেসের ডাকে ৯/১২/২৪ রঘুনাথগঞ্জ বাসষ্ট্যান্ডে প্রতিবাদ বিক্ষোভ পথসভা





 রঘুনাথগঞ্জ 2 নং ব্লকে আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে শাসকদলের দুষ্কৃতীদের হাতে এক গৃহহীন গরিব দুস্থ ব্যাক্তি কালু সেখকে নিহত হতে হয়েছে ।তারই  প্রতিবাদে  রঘুনাথগঞ্জ 1 নং ব্লক কংগ্রেসের ডাকে ৯/১২/২৪  রঘুনাথগঞ্জ বাসষ্ট্যান্ডে প্রতিবাদ বিক্ষোভ পথসভার আয়োজন করা হয়েছে ।  উপস্থিত ছিলেন 1নং ব্লক সভাপতি হামদুল সেখ, 2নং ব্লকের আবুল কাশেম বিশ্বাস, টাউন সভাপতি মোহন মাহাতো, সুতি ব্লকের সভাপতি তারিকুল ইসলাম,মনি আরাফত,মোস্তাফা সেখ, সতিবুল সেখ প্রমূখ ।বক্তরা কালু সেখ এর হত্যা ,আবাস জোযনা দুর্নীতি, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করেন ।ব্লক সভাপতি হামদুল সেখ জঙ্গিপুর পৌরসভা নিয়ে সোচ্চার হন । তিনি বলেন পৌরসভার রাস্তাঘাট তৃণমূলের কাউন্সিলরা রাস্তা গড়ছেন তোবিধায়করা সাবল গাইতি নিয়ে খুরছেন ।তাদের ভাগবটরার কারনে সাধারণ মানুষভূগছেন বলে মন্তব্য করেন ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url