DRM দৃষ্টি আকর্ষন ও অভিযোগ জমা
আজকে রেল প্রশাসনের সাথে দীর্ঘক্ষণ বিস্তারিত আলোচনা করে FIR করা হয়েছে। ওনারা খুব আন্তরিকতার সাথে তদন্ত করবেন কথা দিয়েছেন। তদন্ত প্রক্রিয়া অলরেডি শুরু হয়েগেছে। DRM সাহেব দোষীদের উপযুক্ত শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন।
রেজাউলের নামে ফেক একাউন্ট খুলে উস্কানিমূলক পোষ্ট করা হচ্ছে। সেইসব পোষ্ট পুলিশ আধিকারিকদের দেখানো হয়েছে। যারা রেজাউলের ছবি ব্যবহার করে ফেক আইডি খুলে উস্কানিমূলক পোষ্ট করছে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করা হবে।
মন্তব্যে আজিজ আল হাসান