আবারো ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনা!



দুই মালগাড়ির সংঘর্ষে অন্তত দু’জনের মৃত্যু, আহত কয়েক জন


      ফের রেল দুর্ঘটনা। ঘটনাস্থল এ বার ঝাড়খণ্ড। মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার বারহাইটে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে আর একটি মালগাড়ি। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত চার জন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বারহাইটে লাইনে দাঁড়িয়েছিল একটি খালি মালগাড়ি। ভোর ৪টে নাগাদ সেই লাইন ধরেই ছুটে আসে ফরাক্কা থেকে লালমাটিয়ার উদ্দেশে যাওয়া কয়লাবোঝাই একটি মালগাড়ি। সংঘর্ষের অভিঘাতে দু’টি মালগাড়ির ইঞ্জিন দুমড়েমুচড়ে যায়। সেগুলি লাইন থেকে দূরে ছিটকে গিয়ে পড়ে এবং তার পরেই ভাঙা অংশগুলোয় আগুন ধরে যায়। দুর্ঘটনায় দু’টি মালগাড়ির চালকই মারা গিয়েছেন। একটি দেহ উদ্ধার করা গেলেও, আর একটি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি


আনন্দবাজার

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url