তৃণমূল কর্মীর বাড়িতে বো*মা বি*স্ফো*রণ, আত*ঙ্কে এলাকাবাসী

 


রিহরপাড়ায় তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী


জাব্বার সেখ, হরিহরপাড়া:

মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার অন্তর্গত সলুয়া আকুন্দবেড়িয়া গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে আচমকা বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


জানা গিয়েছে, কাইম শেখ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ির বাথরুমে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ে যায়। এলাকাবাসীদের দাবি, এটি কোনও সাধারণ দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হামলা। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে কাইম শেখকে মারার উদ্দেশ্যে ওই বোমা সেখানে রেখে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে।


ঘটনার পরপরই কাইম শেখ ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে নিরাপত্তার আশঙ্কায় এলাকা ত্যাগ করেন বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আশেপাশের এলাকা ঘিরে ফেলেন এবং পুলিশকে খবর দেন।


খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের ধরন, ব্যবহৃত বোমার প্রকৃতি এবং কারা এর পিছনে রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী দল।


তবে ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। কাইম শেখ স্থানীয় তৃণমূলের সক্রিয় কর্মী হওয়ায় অনেকেই মনে করছেন, এটি রাজনৈতিক শত্রুতার ফলও হতে পারে।


গ্রামবাসীদের একাংশের দাবি, এই ধরণের হামলার ফলে এলাকা ক্রমশ অশান্ত হয়ে উঠছে এবং প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।


পুলিশ সূত্রে জানা গেছে, এই মুহূর্তে এলাকা শান্ত থাকলেও তদন্তের স্বার্থে নজরদারি জোরদার করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url