ফের বড়সড়ো সাফল্য সামশেরগঞ্জ থানার পুলিশের, অস্ত্রসহ গ্রেপ্তার ২
অস্ত্র পাচারের আগেই বড়সড়ো সাফল্য পেল সামশেরগঞ্জ থানার পুলিশ। রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোটরবাইকে করে যাওয়া দুই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হল সাকিরুল হক (২৯) এবং আনসারুল ইসলাম (২৮) দু’জনের বাড়িই সামশেরগঞ্জের নতুন জালাদিপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এবং মোটর বাইকটি বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা বাসুদেবপুরের পিলকি মোড় এলাকায় এই অস্ত্র বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল তারা। তবে এই চক্রের পিছনে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।পুলিশ জানিয়েছে, পাকুর রোড হয়ে ডাকবাংলা ঘোড়ামারা পুটিমারি ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়েই তাদের আটক করা হয়েছে। এই অস্ত্র পাচার চক্রের কে বা কারা, জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশের অনুমান, এর সঙ্গে বড় কোনো চক্র যুক্ত থাকতে পারে।সোমবারই ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।