কোচবিহারে ফের এনআরসি নোটিশ, উত্তপ্ত রাজনীতি

 



কোচবিহার জেলার মাথাভাঙা ২ নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ৭৫ বছরের নিশিকান্ত দাস-এর নামে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে পাঠানো এনআরসি নোটিশ ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। পেশায় ডিম বিক্রেতা এই প্রবীণ ব্যক্তি জানান, প্রায় ৩০ বছর আগে কাজের খোঁজে গুয়াহাটিতে গিয়েছিলেন তিনি। সেসময় তাঁকে বাংলাদেশি সন্দেহে আটক করে অসম পুলিশ। পরে প্রয়োজনীয় নথি দেখিয়ে মুক্তি পান এবং ফিরে আসেন নিজের বাড়ি কোচবিহারে।


কিন্তু সম্প্রতি তাঁকে ফের নোটিশ পাঠানো হয়েছে, যেখানে তাঁকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য ১৯৬৬ সালের ভোটার তালিকা ও তাঁর বাবার পরিচয় সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে। নিশিকান্তবাবুর দাবি, তাঁর বাবা ৪৫ বছর আগে প্রয়াত হয়েছেন এবং এত পুরনো নথি সংগ্রহ করা কার্যত অসম্ভব। ফলে তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন।


এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। বৃহস্পতিবার সকালে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং যুব তৃণমূল নেতা কমলেশ অধিকারী নিশিকান্তবাবুর বাড়িতে গিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দেন। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি বিজেপির পরিকল্পিত বাঙালি-বিরোধী ষড়যন্ত্র। তারা এধরনের হয়রানির বিরুদ্ধে আন্দোলনে নামবে বলে জানিয়েছে।


উল্লেখ্য, এর আগেও দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী একই রকম নোটিশ পেয়েছিলেন। একের পর এক এমন নোটিশে উত্তরবঙ্গের মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এবং রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিশেষ করে রাজবংশী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url