কৃষি জমি পাশে পড়ে ব্যাগ ভর্তি বোমা! হইচই মুর্শিদাবাদের কান্দি মহকুমা এলাকা বড়ঞা
কৃষি জমি পাশে পড়ে ব্যাগ ভর্তি বোমা! হইচই মুর্শিদাবাদের কান্দি মহকুমা এলাকা বড়ঞায়, কান্দী, খড়গ্রাম, গেল বোমা স্কোয়াড
যে জায়গায়া এই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে সেটি রাস্তার ধারে আবার বিস্ফোরক মিলল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের বড়ঞা থানার কল্যাণপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকরহাটি গ্রামে অন্যদিকে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের কয়থা এলাকায়। একটি চাষের জমির পাশ থেকে উদ্ধার হল একটি ব্যাগ ভর্তি মোট চার টি তাজা বোমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বড়ঞা থানার পুলিশ সিআইডি বোমা স্কোয়াড কে খবর দেওয়া হয়। গম খেতে পাশে এলাকা। দিয়ে গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন।আবার বিস্ফোরক মিলল মুর্শিদাবাদে। বৃ কান্দী থানার চৈতন্যপুর গ্রাম থেকে, অন্যদিকে খড়গ্রাম থানার আও গ্রামের একটি কালভার্ট থেকে, একই দিনে চার জায়গায় বোমা উদ্ধারের খবর পাওয়া গেছে। মুর্শিদাবাদের বড়ঞা থানার কল্যাণপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকরহাটি গ্রামে একটি চাষের জমির পাশ থেকে উদ্ধার হল একটি ব্যাগ ভর্তি মোট চার টি তাজা বোমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বড়ঞা থানার পুলিশ।এর পর বড়ঞা থানার পুলিশ এসে ব্যাগ খুলতেই দেখা যায় চারটি তাজা বিস্ফোরক। সঙ্গে সঙ্গে শুরু হয় শোরগোল। তবে কোনও অঘটন যাতে না ঘটে, তার জন্য সঙ্গে সঙ্গে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে বলে খবরএই বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। জমি মালিক সাইদুল রহমান বলেন, আমার জমিতে কে বাই কারা রাতের অন্ধকারে বোমাগুলো রেখে গিয়েছে আমি কৃষিকাজ এসে দেখতে পাই ব্যাগ পড়ে রয়েছে। তখন আমি সিভিক ভলেন্টিয়রদের কাছে খবর পায় ।
চম্পা বিবি বলেন আমার বাড়ি ৫০ মিটার দূরে কে বা কারা রেখে গেছে আমি বাড়িতে একা থাকি আমি আতঙ্কের মধ্যে আছি আমি পুলিশকে বলবো কে বা কারা বোমা গুলি রেখেছে তদন্ত করে বের করুক।
তার পরেই এই কাণ্ড।” যে জায়গায়া এই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে সেটি কৃষি কাজের জন্য জমিতে অনেকেই আসেন । গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন রাস্তার পাশে কিছুটা দূরে। তাই বড়সড় বিপদের আশঙ্কা ছিল। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে, তার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ। আজ বোমা গুলিকে নিষ্ক্রিয় করা হয়।