গান শুনে ফেরার পথে দূর্ঘটনায় মৃত্যু হলো এক
গান শুনে ফেরার পথে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো
এক বাইক আরোহীর বঘটনায় আহত আরও এক। সোমবার রাতে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কে ঘটে দূর্ঘটনাটি। পুলিশ জানিয়েছে মৃতের নাম মোস্তফা সেখ ঘটনায় মানোয়ারা মীর নামের আরোও একজন আহত। মৃতের পরিবারের দাবি গতকাল রাতে স্থানীয় কান্দরা গ্ৰামে একটি অনুষ্ঠান দেখে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে বড়ঞা থানার বৈদনাথপুর এলাকায় পিছন দিকে আসা একটি ১০ চাকা ট্রাক পিসে দিয়ে চলেযায় মৃত বাইক আরোহীকে পড়ে স্থানীয়রা দুইজনকে তড়িঘড়ি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে বলে জানাই চিকিৎসকেরা ঘটনায় আহত আরো একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
দুর্ঘটনার কারণে মৃত্যু হলেও এখনো পর্যন্ত ঘাতক ট্রাক চিহ্নিতকরণ করতে পারেনি পুলিশ আটক হয়নি গাড়ির চালক। স্থানীয়দের দাবি দুর্ঘটনা ঘটার পর ট্রাকটি ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়। এবং আমাদের প্রতিনিধি খবর করতে গেলে তাকে বাধা দেয় বলে অভিযোগ