মন্দিরের চূড়ার কাজ করতে গিয়ে মৃ*ত্যু এক রাজমিস্ত্রি
ম*ন্দি*রের চূড়ার কাজ করতে গিয়ে পড়ে গিয়ে মৃ*ত্যু এক রাজমিস্ত্রি। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার আনুমানিক বেলা সাড়ে এগারোটা মন্তেশ্বরে হাটপাড়ার সিদ্ধেশ্বরী মন্দিরের।
মন্তেশ্বর হাটপাড়া সিদ্ধেশ্বরী ম*ন্দি*রে একটি চূড়া নির্মিত হচ্ছিল সেই চূড়ায় কাজ করছিলেন মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানা অন্তর্গত বাজার শো গ্রামের এক রাজমিস্ত্রি নাম নীলকন্ঠ মন্ডল বয়স আনুমানিক ৫৫।
স্থানীয়দের বয়ান অনুযায়ী ওই রাজমিস্ত্রি ম*ন্দি*রে চূড়ার শেষ প্রান্তে ডিজাইনের কাজ করছিলেন কাজ শেষ করে রশি ধরে নিচে নামার সময় রশির ছিড়ে গিয়ে মন্দিরের চত্বরে পড়ে গিয়ে জখম হয়। স্থানীয়রা তৈরি ঘরী উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দেখে মূত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃ*ত*দে*হ থানায় নিয়ে যায়। এই ঘটনায় মন্তেশ্বর হাটপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।